সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় সকাল সাতটার দিকে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আশুলিয়া ডিইপিজেডের ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।
রোববার সকাল ৭ টার দিকে আশুলিয়ার জামগড়া ইউনিক এলাকার জেড আর ফ্যাশন নামের একটি পোশাক কারখানায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কারখানার মালিক রাসেল মিয়া বলেন, সম্ভবত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আর প্রশাসন তদন্ত করে দেখবে কিভাবে এটা হয়েছে আমি কাউকেই দোষারোপ করছিনা। আমার ক্ষয়ক্ষতির পরিমাণ মোটামুটি এক কোটি টাকার মতো হতে পারে।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, আশুলিয়া ইউনিক এলাকায় একটি পোশাক কারখানাযর ছয় তলা একটি ভবনের তৃতীয় তলায় আগুনের সূত্রপাত হয়। আমাদের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে এক ঘন্টার চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।