1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলে বড় ধাক্কা - Dainik Deshbani
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০৯:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে জমি নিয়ে সংঘর্ষ, জামায়াত নেতাসহ নিহত ৩ হজ মৌসুমে কেন ভিসা নিষেধাজ্ঞা দেয় সৌদি এরদোয়ানের দলে যোগ দিলেন বিশ্বকাপজয়ী তারকা ওজিল এ বছরের মধ্যে নির্বাচন না দিলে আদায় করে নেব: ইশরাক পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ মাদারীপুর পুরান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ টি দোকান পুড়ে ছাই ভূঞাপুর উপজেলা ছাত্রদল আহ্বায়ক আলমগীরের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ ভাইকে আটক রেখে বোনকে রেলস্টেশনের পাশে ধর্ষণ, গ্রেপ্তার ২ মেসে থাকা উপদেষ্টারা চড়েন ৬ কোটির গাড়িতে, পরেন ৪০ লাখের ঘড়ি : বুলু ফসলি জমিতে রাজহাঁস যাওয়ায় ঘোষণা দিয়ে সংঘর্ষ, আহত ২৫

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলে বড় ধাক্কা

Maharaj Hossain
  • রবিবার, ২৩ মার্চ, ২০২৫

আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল ব্রাজিল দল। দলের প্রথম পছন্দের গোলকিপার আলিসন বেকার ইনজুরির কারণে স্কোয়াড থেকে ছিটকে গেছেন। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মাথায় আঘাত পাওয়ায় আসন্ন হাইভোল্টেজ লড়াইয়ে তাকে পাচ্ছে না ব্রাজিল।

আলিসনের অনুপস্থিতিতে ব্রাজিলের গোলপোস্ট সামলানোর দায়িত্ব পড়তে পারে পালমেইরাসের অভিজ্ঞ গোলকিপার ওয়েভেরতনের কাঁধে। জাতীয় দলের সঙ্গে অনেকদিন ধরে থাকলেও, আলিসন ও এডারসনের ছায়ায় থেকে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।

বর্তমানে ব্রাজিল স্কোয়াডে গোলকিপার হিসেবে আরও আছেন আল নাসরের বেন্তো ও লিঁওর লুকাস পেরিও। তবে জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা থাকায় ওয়েভেরতনকেই আর্জেন্টিনার বিপক্ষে মূল একাদশে দেখা যাওয়ার সম্ভাবনা বেশি। ২০১৬ সালে জাতীয় দলে অভিষেক হলেও এখন পর্যন্ত মাত্র ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।

শুধু আলিসনই নয়, আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের আগে আরও তিনটি পরিবর্তন করতে হয়েছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে।

কলম্বিয়ার বিপক্ষে হলুদ কার্ডের কারণে নিষিদ্ধ হয়েছেন গ্যাব্রিয়েল মাগাহায়েস ও ব্রুনো গিমারেস।

তাদের জায়গায় স্কোয়াডে ঢুকেছেন পিএসজির ডিফেন্ডার বেরালদো ও উলভারহ্যাম্পটনের মিডফিল্ডার হোয়াও গোমেজ।

এছাড়া কলম্বিয়া ম্যাচে চোট পাওয়ায় মিডফিল্ডার গারসনও ছিটকে গেছেন, তার জায়গায় দলে ঢুকেছেন আতালান্তার এডারসন।

কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে এডারসন না থাকায় গোলবারের নিচে ছিলেন আলিসন, কিন্তু ৭৮তম মিনিটে মাথায় আঘাত পেয়ে মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় বদলি হিসেবে মাঠে নামেন আল নাসরের বেন্তো। কিন্তু আর্জেন্টিনার মতো প্রতিপক্ষের বিপক্ষে অভিজ্ঞ গোলকিপারের গুরুত্ব অনেক বেশি, আর সে কারণেই ওয়েভেরতনকে এগিয়ে রাখা হচ্ছে।

ইনজুরির কারণে জাতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর আলিসন ফিরছেন লিভারপুলে। সেখানে মেডিকেল টিম তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করবে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেবে। তবে লিভারপুলের হয়ে কবে মাঠে ফিরতে পারবেন, তা এখনো নিশ্চিত নয়।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব