1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
আবেগঘন বিদায়বেলায় যা বললেন নাফিস-রাজ্জাক - Dainik Deshbani
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৩:৩৭ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে কাউন্সিলর হত্যা, নারীসহ আরও তিনজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধূমকেতুটি দেখা যাবে এক লাখ ৬০ হাজার বছর পর ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে ফের শিক্ষার্থী সংযুক্তির সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার ২০২৪ সালে হজ্জ পালন করেছে ১ কোটি ৩০ লাখ মানুষ সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে নির্বাচন কখন হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন ঘটনায় পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ দেশে ফিরছেন বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক ৯ বছর পর

আবেগঘন বিদায়বেলায় যা বললেন নাফিস-রাজ্জাক

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

ক্রিকেট থেকে পাকাপাকি অবসরের ঘোষণা দিয়ে দিলেন সাবেক তারকা ব্যাটসম্যান শাহরিয়ার নাফিস আর স্পিন সুপারস্টার আব্দুর রাজ্জাক। বাংলাদেশ-উইন্ডিজ টেস্ট চলাকালীন আজ শনিবার দুপুরে বিসিবির মিডিয়া হাউস প্রাঙ্গনে তাদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই তারকা ক্রিকেটারের বিদায় বেলায় তৈরি হয় এক আবেগঘন পরিবেশের। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনসহ বোর্ড কর্মকর্তারা। নাফিস আর রাজ্জাক জানান তাদের বিদায়বেলার অনুভূতি।

বাষ্পরুদ্ধ কণ্ঠে রাজ্জাক বলেন, ‘কী বলব আজ, ভাষা খুঁজে পাচ্ছি না। আমি ধন্যবাদ দিতে চাই আমার ছোটবেলার কোচ ফাহিম স্যার এবং ইমরান স্যারকে। তাঁরাই আমাকে রাজ্জাক হিসেবে তৈরি করেছেন। ধন্যবাদ জানাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। আমি যখন বিকেএসপি ছেড়েছি, তখন ক্রিকেট বোর্ডের আন্ডারে চলে এসেছি। বোর্ডই তখন থেকে আমার অভিভাবক। এর চেয়ে খুব বেশি কিছু বলা আসলে আমার জন্য আজ কঠিন। দোয়া করবেন আমার জন্য।’

শাহরিয়ার নাফিস বলেন, ‘সবার আগে আমি গর্ব করে বলতে পারি যে, আমি বাংলাদেশ জাতীয় দলের হয়ে ক্রিকেট খেলেছি। বাংলাদেশের জন্য ক্রিকেট খেলেছি। সর্বপ্রথম আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই, তারা আমাকে সবসময় হেল্প করেছেন। ১০ বছর বয়স থেকে আমার আপস অ্যান্ড ডাউন সবসময় পাশে ছিল। আমি বিসিবি, গ্রাউন্ডসম্যান, ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই সিলেকশন টিমের সবাইকে, আপনাদের সাহায্য ছাড়া এতদূর আসা সম্ভব ছিল না। ধন্যবাদ সাংবাদিক ভাইদের আমার সমালোচনা করার জন্য। আপনাদের সমালোচনায় আমি আরও ভালো খেলেছি।’

নাফীস আরও বলেন, ‘বাংলাদেশের আপামর জনগন- যারা আমাকে ভালোবেসেছেন, আমাকে গালি দিয়েছেন, দোয়া করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি রান করেছি, আরও রান হয়ত করতে পারতাম- তবে মানুষের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি সেটাই সবচেয়ে বড় অর্জন। বিসিবি এবং কোয়াবকে ধন্যবাদ জানাচ্ছি এমন আয়োজন করে আমাকে বিদায় দেওয়ার জন্য। স্পেশাল ধন্যবাদ জানাচ্ছি আমার শৈশবের কোচ ওয়াহিদুল গনি স্যারকে। উনি আমাকে খুব ভালোভাবে তৈরি করেছেন এবং ভালো মানুষ হওয়ার শিক্ষা দিয়েছেন।’

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব