করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৯৮ জন। একদিনে শনাক্ত হয়েছেন ৪ হাজার ১৪ জন।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে মোট মারা গেছেন ১০ হাজার ৭৮১ জন। মোট আক্রান্ত হলো ৭ লাখ ৩৬ হাজার ৭৪ জন।
গেল ২৪ ঘণ্টায় মোট পরীক্ষা করিয়েছেন ২৭ হাজার ৪২৯ জন। তার মধ্যে শনাক্তের হার ১৪.৬৩।
আগের দিন বুধবার (২১ এপ্রিল) ৯৫ জনের মৃত্যু হয়েছিল। চার হাজার ২৮০ জনের করোনা শনাক্ত হয়।
২০২০ সালের ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে প্রতিদিন করোনা আক্রান্ত মানুষের মৃত্যু বাড়ছে।