২০০৫ সালে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা মামলার রায় ঘোষণা করা হয়েছে।
রায়ে পলাতক জাহিদুল ইসলাম মিজান ওরফে বোমা মিজানকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার আরেক আসামি জাবেদ ইকবালকে যাবজ্জীবন সাজা দেওয়া হয়েছে।
রোববার চট্টগ্রামে সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালের বিচারক আব্দুল হালিম এ রায় ঘোষণা করেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর আসামি ও রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপনের শুনানি শেষে ৩ অক্টোবর রায়ের দিন নির্ধারণ করেন আদালত।
প্রসঙ্গত ২০০৫ সালের ২৯ নভেম্বর সকালে চট্টগ্রাম আদালত ভবনের পুলিশ চেকপোস্টের সামনে বোমা হামলা চালায় জঙ্গিরা। ঘটনাস্থলে মারা যান পুলিশ কনস্টেবল রাজীব বড়ুয়া ও ফুটবলার শাহাবুদ্দীন। আহত হন পুলিশ কনস্টেবল আবু রায়হান, শামসুল কবির, রফিকুল ইসলাম, আবদুল মজিদসহ ১০ জন।