ভোলার লালমোহনে ছিন্নমূল, অসহায় ও প্রতিবন্ধী শিশুদের নিয়ে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেছেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন। বুধবার উপজেলার আবুগঞ্জ বাজারে ডাস বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলের শতাধিক শিশুদের মাঝে দুপুরের খাবারও বিতরণ করেন তিনি।
এ সময় এমপি শাওন বলেন, সিরাজদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মীরজাফর বাংলার সূর্য অস্তমিত করেছিল। তেমনি বঙ্গবন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে মোশতাক স্বাধীন বাংলাদেশের সূর্য অস্তমিত করে।
তিনি বলেন, ছোট্ট খোকা থেকে সার্বভৌম রাষ্ট্রের জন্ম দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব। আজ তিনি প্রতিটি বাঙালির হৃদয়ে জাগরণ হয়ে আছেন। যারা একাত্তরে হত্যা ধর্ষণ করেছে, তাদের বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আইনানুযায়ী বিচার করেছেন। তাদের জন্য আজ মায়াকান্না করছেন কেউ কেউ। এদের কাছে অসাম্প্রদায়িক বাংলাদেশ আজ ভালো লাগে না।
লালমোহন উপজেলা পরিষদের আয়োজনে কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আল-নোমান। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেলুর রহমান, লালমোহন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার প্রমুখ।
এর আগে এমপি শাওন লালমোহন বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও আশ্রাফনগর মাধ্যমিক বিদ্যালয়ে মুজিববর্ষ ও বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মুজিব কর্নার উদ্বোধন করেন।