‘পুষ্পা: দ্য রাইজ’ মুক্তি পেতেই অল্লু অর্জুনের সুনাম ছড়িয়ে পড়েছে অনুরাগীদের মধ্যে। দর্শকদের পাশাপাশি তারকারাও এখন মুগ্ধ ‘পুষ্পা’ সিনেমা দেখে। এবার দক্ষিণী তারকার অনুরাগীর দলে নাম লেখালেন বলিউড সেনসেশন আলিয়া ভাট।
পর্দায় অল্লুর সঙ্গে জুটি বাধার ইচ্ছা প্রকাশ করেছেন আলিয়া। তবে কি আলিয়া-অল্লু জুটি হিসেবে দর্শকদের সামনে ধরা দিচ্ছেন?
এক দিকে ‘পুষ্পা: দ্য রাইজ’-এর দ্বিতীয় কিস্তি ‘পুষ্পা: দ্য রুল’-এর কাজ শুরু করে দিয়েছেন অল্লু। অন্যদিকে আগামী ২৫ ফেব্রুয়ারি সঞ্জয় লীলা ভানসালির চর্চিত ছবি গঙ্গুবাই কাথিয়াওয়ারির মুক্তির জন্য অপেক্ষা করছেন আলিয়া।
ছবির প্রচারের জন্য সম্প্রতি আলিয়া ভাট ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, অল্লুর সঙ্গে অভিনয় করতে আগ্রহী।
তিনি বলেন, আমার পুরো পরিবার ‘পুষ্পা: দ্য রাইজ’ দেখেছে। সবাই এখন অল্লু অর্জুনের ভক্ত! তাদের একটিই প্রশ্ন, আমি কবে অল্লুর সঙ্গে কাজ করার সুযোগ পাব?
আলিয়ার কথায় জানা যায়, বাড়িতে তাকে ‘আলু’ বলে ডাকে। দুই নাম মিলিয়ে ভাট পরিবারের তার কাছে জানতে চাচ্ছে- আলু, তুমি অল্লুর সঙ্গে কবে কাজ করবে?
উত্তরে আলিয়া, সুযোগ এলেই ঝাঁপিয়ে পড়ব আমি।