রাষ্ট্র ও সমাজ সুশাসন প্রতিষ্ঠায়, শুদ্ধাচার চর্চার বিকল্প নেই অনুসন্ধানী সাংবাদিকতার বর্তমান বাস্তবতা ও করনীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে জেলার এম এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরীতে সুজন সুশাসনের জন্য নাগরিক কমিটির পক্ষ থেকে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তারা বলেন, বর্তমানে অনুসন্ধানী সাংবাদিকতা কোনো নিরাপত্তা নেই। তাদের কাজের তেমন সম্মানী নেই। ৮ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন পায়না। সাংবাদিকরা যেন ৮ম ওয়েজ বোর্ড অনুযায়ী বেতন পায় তার জোর দাবি জানায়।
সভায় সুজন সুশাসনের জন্য নাগরিক কমিটির সভাপতি রাজন মাহমুদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, মৈত্রী মিডিয়া সেন্টারের সভাপতি মাহবুবুর রহমান বাদল, মাদারীপুর প্রেসক্লাবের সহ-সভাপতি সুবল বিশ্বাস, বরিশাল এলাকা সুজন কমিটির সমন্বয়কারী আল-আমিন, সুজন সুশাসনের জন্য নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জুয়েল চৌধুরী, সালাউদ্দিন খান ও জেলার সাংবাদিকসহ অন্যান্যরা।