টাঙ্গাইলের দেলদুয়ারে দশম শ্রেণির ছাত্রীকে অজ্ঞান করে বাড়ির সামনে থেকে অপহরণের পর ধর্ষণ করেছে এক যুবক। আর এতে সহায়তা করে তার দুই বন্ধু। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নে। এ ঘটনায় শুক্রবার দেলদুয়ার থানায় ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে।
ওই ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার পাকুল্লা গ্রামের সানি ও শান্ত নামের দুই বন্ধুর সহায়তায় প্রতিবেশী মো. সিদ্দিক মিয়ার ছেলে বিজয় ওই ছাত্রীর মুখে নেশাযুক্ত রুমাল চেপে বাড়ির সামনে থেকে অপহরণ করে। প্রথমে ওই ছাত্রীকে পাকুল্লা ও পরে গাজীপুর জেলার কড্ডা এলাকার একটি বাসায় নিয়ে যায়। সেখানে বিজয় ওই ছাত্রীকে ধর্ষণ করে।
বৃহস্পতিবার ভোরে ছাত্রীর পরিবারের লোকজন বিজয়ের পিতার সহায়তায় কড্ডার ওই বাসা থেকে ছাত্রীকে উদ্ধার করেন।
দেলদুয়ার থানার এসআই মনোয়ার হোসেন জানান, ধর্ষণের অভিযোগে ওই ছাত্রীর বাবা তিনজনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।