তেলেগু সিনেমায় রাশমিকা মান্দানা ছিলেন ‘পাশের বাড়ির মেয়ে’। ‘অ্যানিমেল’-এর মতো হিন্দি সিনেমায় তিনিই আবার হাজির হয়েছেন ভিন্ন মেজাজে। তবে এবার অভিনেত্রী হাজির হতে চলেছেন একেবারেই নতুন রূপে।
গতকাল মঙ্গলবার সকালে প্রকাশ্যে এসেছে ‘ছাওয়া’ ছবিতে রাশমিকার লুক, যা দেখে চমকে গিয়েছেন তাঁর অনেক ভক্তই। গতকাল নিজের ইনস্টাগ্রামে মুক্তির অপেক্ষায় থাকা ‘ছাওয়া’ সিনেমার লুক প্রকাশ করেছেন অভিনেত্রী।
এবারই প্রথম ঐতিহাসিক প্রেক্ষাপটে নির্মিত কোনো সিনেমায় দেখা যাবে তাঁকে।
নাকে পুঁতির মারাঠি নথ, গায়ে ভারী গয়না; রাশমিকার এই লুক দেখে প্রশংসা করেছেন তাঁর অনেক ভক্ত–অনুরাগী। এ ছবিতে তাঁকে ছত্রপতি শিবাজির পুত্রবধূ ও সম্ভাজি মহারাজের স্ত্রী মহারানি ইয়েসুবাঈয়ের ভূমিকায় দেখা যাবে। সেই চরিত্রেরই ফার্স্ট লুক প্রকাশ্যে এসেছে।
রাশমিকার পোস্টে দুটি পোস্টার শেয়ার করা হয়েছে। তার মধ্যে প্রথম পোস্টারে শাড়ি ও ভারী গয়নায় ধরা দিয়েছেন নায়িকা।
প্রথম ছবিতে তাঁর ঠোঁটে লেগে রয়েছে মিষ্টি হাসি। পরের পোস্টারে অভিনেত্রীকে বেশ গম্ভীর মেজাজে দেখা গিয়েছে। সেই ছবিতে তিনি ভারী গয়না পরলেও প্রথম ছবির মতো আধিক্য নেই।
আগামী ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। লক্ষ্মণ উতেকর পরিচালিত এ ছবিতে সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। এ ছাড়া আওরঙ্গজেবের চরিত্রে দেখা যাবে অক্ষয় খান্নাকে।