বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে হামলার শিকার ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কলকাতার পিজি হাসপাতালে ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখা হয়েছে। হাসপাতালের সাড়ে ১২ নম্বর কেবিনে আছেন তিনি। তাঁর বাঁ পায়ে প্লাস্টার করা হয়েছে।
এ তথ্য জানিয়ে পিজি হাসপাতালের প্রধান কর্মকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় গতকাল বুধবার রাতে জানান, মুখ্যমন্ত্রীর এমআরআই করা হয়েছে। এক্স-রেসহ অন্যান্য পরীক্ষাও হয়েছে। তাঁর চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। আপাতত ২৪ ঘণ্টার জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন তিনি।