1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
হলিউড তারকাদের বাড়িঘর আগুনে পুড়ে ছাই - Dainik Deshbani
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০২:৫৩ পূর্বাহ্ন

হলিউড তারকাদের বাড়িঘর আগুনে পুড়ে ছাই

Maharaj Hossain
  • শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রের ক্যালিফর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের প্যাসিফিক প্যালিসেডস এলাকায় হলিউডের নামি তারকাদের বাস। ম্যান্ডি মুর, প্যারিস হিলটন, অ্যান্থনি হপকিন্স, ক্যারি এলওয়েসরা বিলাসবহুল আবাসস্থল গড়ে তুলেছিলেন সেখানে। তবে সেসব এখন শুধুই স্মৃতি। দাবানলের আগুনে পুড়ে ছাই হয়ে গেছে সব।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন তারা। নিজের বাড়ির পুরোটাই পুড়ে গেছে প্যারিস হিলটনের। খবর থেকে জেনেছেন তা। ভিডিও শেয়ার করে লিখেছেন, “এই অভিজ্ঞতা যেন আর কারও না হয়।

প্যারিস হিলটন আরও জানান, বাড়িটিতে অনেক মূল্যবান স্মৃতি ছিল তার। আগুনের লেলিহান শিখা গ্রাস করেছে সব। তার পরিবারের সদস্য এবং পোষ্যদের নিরাপদ স্থান সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।

আগুনে ‘দ্য প্রিন্সেস ব্রাইড’ ছবির অভিনেতা ক্যারি এলওয়েসের বাড়ির অবশিষ্ট বলে কিছু নেই। অল্পের জন্য বেঁচে গেছে তার পরিবার

খ্যাতনামা মার্কিন অভিনেত্রী জেমি লি কাটির্্ররে বাড়িও গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা। সামাজিক মাধ্যমে নিজেই দিয়েছেন খবর। তবে ঘর পুড়লেও নিরাপদে আছে তার পরিবারে। এজন্য স্রষ্টা ও উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।

দাবানলের বাড়ি জ্বলেছে অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুরেরও। তবে ভাগ্য সহায় তার। আগুন ভয়াবহ রূপ ধারণ করার আগেই পরিবার নিয়ে বেরিয়ে আসতে পেরেছেন তিনি। তবে চোখের সামনে এরকম ভয়াবহতায় বাকরুদ্ধ তিনি।

এখানেই শেষ না। দাবানলে ক্ষতিগ্রস্ত তারকাদের তালিকা বেশ দীর্ঘ। নাম রয়েছে অভিনেতা-গায়িকা ম্যান্ডি মুর।বিলি ক্রিস্টাল, আনা ফারিস এবং রিকি লেক-সহ অনেকের। সেইসঙ্গে পুড়েছে স্থানীয় সাধারণ মানুষের আবাসস্থলও।

তবে কীভাবে দাবানলের সূত্রপাত এখনও জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসের আশপাশে কমপক্ষে চারটি জায়গায় এই দাবানল ছড়িয়েছিল। যার ভয়াবহতা স্তব্ধ করেছে গোটা বিশ্বকে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব