1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত? - Dainik Deshbani
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৯:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন ১৫ জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব নয় নিকোল কিডম্যান `বেবিগার্ল’ ছবিতে আবেদনময়ী চরিত্রে শেষ ওভারে রংপুরকে জেতালেন নুরুল ‘শাহবাগ ব্লকেড’সহ একের পর এক কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিডিআর সদস্যরা থানার ভেতর থেকে ওসির ঝুলন্ত মরদেহ উদ্ধার ভ্যাটের বর্ধিত হার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি দাবানলে হলিউড হিলসের ৫০ একর জায়গা পুড়ে গেছে প্রথম বাংলাদেশি হিসেবে তামিম ইকবাল ৮ হাজার রানের মাইলফলকে ৪৩তম বিসিএসে বাদ পড়া বেশিরভাগই পুনরায় চাকরিতে যোগ দিতে পারবেন সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত?

সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত?

Maharaj Hossain
  • বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

২০২৫ সালে বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচকে তিন ধাপ পিছিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ১০০তম। গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। বাংলাদেশের সঙ্গে এবার একই অবস্থানে আছে লিবিয়া ও ফিলিস্তিন। এতে ছোট নগর-রাষ্ট্র সিঙ্গাপুর ফের বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকার শীর্ষে উঠেছে।

যুক্তরাজ্যর প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত এসব তথ্য জানা গেছে। সংস্থাটির ওয়েবসাইটে আরও বলা হয়েছে, কোনো দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়া কিংবা ভিসামুক্ত সুবিধা নিয়ে কতটি দেশে যাওয়া যায়, এর ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়েছে। এ ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়েছে বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট ও ২২৭টি ভ্রমণ গন্তব্য।

এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। গত বছর বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪২টি দেশে ভ্রমণ করতে পারতেন। ওই সময় সূচকে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে ছিল উত্তর কোরিয়া।

শক্তিশালী পাসপোর্টের নতুন তালিকায় সিঙ্গাপুরের পরই রয়েছে জাপান। এই পাসপোর্ট কেউ বহন করলে তিনি বিশ্বের ১৯৩টি দেশে কোনো ভিসা ছাড়াই প্রবেশ করতে পারবেন। আর তালিকায় তৃতীয় স্থানে থাকা ফ্রান্স, জার্মানি, ইতালি, স্পেন, ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়ার পাসপোর্টধারীরা ১৯২টি দেশে ভিসামুক্ত প্রবেশের সুবিধা পাবেন। ১৯১টি দেশে প্রবেশ করতে পারবেন তালিকায় চতুর্থ অবস্থানে থাকা অস্ট্রিয়া, ডেনমার্ক, আয়ারল্যান্ড, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, সুইডেন ও নরওয়ের পাসপোর্টধারীরা।

গত বছরের মতো শক্তিশালী পাসপোর্টের সূচকে এ বছরও সবার নিচে আছে আফগানিস্তান (১০৬তম)। আফগান পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়া ২৬টি দেশে ভ্রমণ করতে পারেন। সূচকে আফগানিস্তানের ওপরে রয়েছে সিরিয়া (১০৫তম), ইরাক (১০৪তম), পাকিস্তান ও ইয়েমেন (১০৩তম)।

এবারের সূচকে বাংলাদেশের ঠিক আগে ৯৯তম অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। আর পরের ১০১তম অবস্থানে রয়েছে নেপাল। বাংলাদেশ, নেপাল, পাকিস্তান ও আফগানিস্তান ছাড়া সূচকে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর অবস্থান যথাক্রমে মালদ্বীপ (৫৩তম), ভারত (৮৫তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব