1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  3. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শ্বশুরের মুখোমুখি হবেন না বলে খুশি, আফ্রিদি তামিমের ডাকেই বিপিএলে - Dainik Deshbani
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
আবার নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে: জি এম কাদের বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা টিউলিপকে ব্রিটিশ মন্ত্রিসভার দায়িত্ব থেকে বিরত রাখার চাপ বিরোধীদের ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবায় ছাত্রদল নেতার উদ্যোগ দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ না করেলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-মাহমুদউল্লাহর তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের দ্রব্যমূল্য কন্ট্রল এ আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা গোটা পরিবার শেষ হয়ে গেল বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়ার স্মরণীয় জয় ভারতের বিপক্ষে

শ্বশুরের মুখোমুখি হবেন না বলে খুশি, আফ্রিদি তামিমের ডাকেই বিপিএলে

Maharaj Hossain
  • শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪

দুই বিখ্যাত আফ্রিদিকেই দেখা যাবে এবারের বিপিএলে। শাহিন খেলবেন ফরচুন বরিশালের হয়ে, অন্যদিকে চিটাগং কিংসের শুভেচ্ছাদূত তাঁর শ্বশুর শহীদ আফ্রিদি। শ্বশুর অবশ্য এর আগে বিপিএলের ছয় আসরে খেলেছেন একাধিক দলের হয়ে।

দুজন ‘আফ্রিদি’ আছেন এবারের বিপিএলে। একজন ‘শহীদ’, অন্যজন ‘শাহিন’। দুজনেই পাকিস্তান ও বিশ্ব ক্রিকেটের বড় তারকা। সম্পর্কে তাঁরা আবার শ্বশুর ও জামাতা। তবে এখন মাঠে খেলেন শুধু একজনই জামাতা শাহিন আফ্রিদি। শহীদ আফ্রিদির ভূমিকা বদলেছে। ইদানীং তিনি কোচ ও পরামর্শক হিসেবেই বেশি কাজ করছেন।

এবারও শহীদ আফ্রিদির ভূমিকাটা খেলোয়াড়ের হলেই এবার বিপিএলে তাঁর মুখোমুখি হয়ে যেতেন জামাতা শাহিন। সেটা হয়নি বলে বেশ খুশি ২৪ বছর বয়সী পাকিস্তানি পেসার।

বিপিএল খেলতে গতকাল রাতেই ঢাকায় এসেছেন শাহিন। তারপর আজই নেমে পড়েছেন তাঁর দল বরিশালের সতীর্থদের সঙ্গে অনুশীলনে। মিরপুরে বিসিবি একাডেমি মাঠে সেই অনুশীলন শেষে শাহিন সংবাদমাধ্যমের মুখোমুখি হওয়ার পর খুব স্বাভাবিকভাবেই এসেছে তাঁর বিখ্যাত শ্বশুরের প্রসঙ্গ।

প্রতিপক্ষ দলে নিজের পরিবারের একজনকে পেয়ে শাহিনও খুশি, খুব ভালো ব্যাপার এটি (শাহিদ আফ্রিদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা)। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলবেন না। তাই মাঠে আমাদের মুখোমুখি হতে হবে না (হাসি)। তিনি পরামর্শক হিসেবে আসছেন। আশা করি বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে। তারপর এটাও জানিয়েছেন, দুই দিন আগেও আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব