1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মিশরে মাটির নীচে মিলল ৩০০০ বছর আগের ফারাও শহর - Dainik Deshbani
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবর
আবার নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে: জি এম কাদের বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা টিউলিপকে ব্রিটিশ মন্ত্রিসভার দায়িত্ব থেকে বিরত রাখার চাপ বিরোধীদের ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবায় ছাত্রদল নেতার উদ্যোগ দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ না করেলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-মাহমুদউল্লাহর তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের দ্রব্যমূল্য কন্ট্রল এ আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা গোটা পরিবার শেষ হয়ে গেল বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়ার স্মরণীয় জয় ভারতের বিপক্ষে

মিশরে মাটির নীচে মিলল ৩০০০ বছর আগের ফারাও শহর

নিজস্ব সংবাদদাতা
  • শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১

বিষ্ময়ের দেশ মিশরে এবার খোঁজ মিলল ৩ হাজার বছরের পুরনো স্বর্ণ শহরের। যা কিনা এতদিন মাটি-বালির নীচে চাপা পড়ে ছিল।

খুঁজে পাওয়া এই শহরকে তুতানখামেনের সমাধির পর সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক খোঁজ বলে জানিয়েছে মিশর।

বৃহস্পতিবার মিশর বিশেষজ্ঞ জাহি হাওয়াস লুক্সর শহরের কাছে এই হারিয়ে যাওয়া স্বর্ণের শহর খুঁজে পাওয়ার কথা ঘোষণা করেন।

এটি এখন পর্যন্ত খুঁজে পাওয়া মিশরের সবচেয়ে বড় প্রাচীন শহর, যা আতেন নামে পরিচিত ছিল। গত বছরের সেপ্টেম্বরে এই শহর খুঁজতে খোঁড়াখুড়ি শুরু হয়। সপ্তাহখানেকের মধ্যে বালি-মাটির নীচ থেকে আতেন শহরের পুরাতাত্ত্বিক নিদর্শন বেরিয়ে আসতে শুরু করে।

সেখানে খুঁজে পাওয়া গয়না, রঙিন তৈজসপত্র, গুবরে পোকার তাবিজ এবং কাদামাটির ইট নিয়ে আরও বিশদ গবেষণা চালাচ্ছেন গবেষকরা। চেষ্টা করছেন শাসকাল নির্ধারণের।

শহরটি সে সময়কার অন্যতম ক্ষমতাধর ফারাও সম্রাট তৃতীয় আমেনহোটেপ শাসন করতেন। ধারণা করা হয় ইউফেট্রাস নদী থেকে সুদান পর্যন্ত বিস্তৃত ছিল সম্রাট তৃতীয় আমেনহোটেপ এর রাজত্ব। প্রায় ৪ দশক ধরে তিনি ক্ষমতায় ছিলেন।

পুরনো এই শহরটি তুতেনখামেনের শাসনামল পর্যন্ত ব্যবহৃত হয়েছে। গত সেপ্টেম্বর থেকে খোঁড়াখুড়ি চালিয়ে ৭ মাসের খাটুনির পর মাটির নীচে মেলে আতেন শহরের বেকারি, প্রশাসনিক ভবনসহ লোকালয়ও।

জন হপকিংস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মিশরীয় পুরাতত্ত্ববিদ বেস্টি ব্রায়ান জানান, তুতানখামেনের সমাধির পর এটাই মিশরের সবচেয়ে বড় প্রত্নতাত্ত্বিক আবিষ্কার। শহরটি আমাদের সে সময়কার ফারাও রাজাদের জৌলুস সম্পর্কে সম্যক ধারণা দেয়। সূত্র : বিবিসি

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব