1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
মহামারির মধ্যে বিশ্বে ধনকুবেরদের রেকর্ড - Dainik Deshbani
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:৪৬ অপরাহ্ন
সর্বশেষ খবর
আবার নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে: জি এম কাদের বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা টিউলিপকে ব্রিটিশ মন্ত্রিসভার দায়িত্ব থেকে বিরত রাখার চাপ বিরোধীদের ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবায় ছাত্রদল নেতার উদ্যোগ দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ না করেলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-মাহমুদউল্লাহর তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের দ্রব্যমূল্য কন্ট্রল এ আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা গোটা পরিবার শেষ হয়ে গেল বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়ার স্মরণীয় জয় ভারতের বিপক্ষে

মহামারির মধ্যে বিশ্বে ধনকুবেরদের রেকর্ড

নিজস্ব সংবাদদাতা
  • বুধবার, ৭ এপ্রিল, ২০২১

করোনাভাইরাস মহামারিতে বিশ্বের মানুষ বিপাকে। সবচাইতে বেশি বিপাকে রয়েছেন স্বল্প আয়ের মানুষ। চলাচলে কড়াকড়ি, সাধারণ ছুটি, লকডাউন ইত্যাদি মিলে তেমন কোনও ভালো অবস্থানে পৌছাতে পারেনি গোটা বিশ্ব। তবে এরইমধ্যে মঙ্গলবার মার্কিন বিজনেস ম্যাগাজিন ফোর্বসের ৩৫তম বার্ষিক বিলিয়নিয়ারের তালিকা প্রকাশ করা হয়েছে।

তারা বলছে, বিশ্বে এখন বিলিয়নিয়ারের সংখ্যা রেকর্ড ২ হাজার ৭৫৫ জন। গত বছরের তুলনায় ২০২১ সালে বিশ্বে বিলিয়নিয়ার বেড়েছে ৬৬০ জন। এর আগে কখনো এতজন এই ক্লাবে প্রবেশ করতে পারেনি।

ধনকুবেরদের তালিকার শীর্ষে রয়েছেন অ্যামাজন.কমের প্রতিষ্ঠাতা জেফ বেজোস। টানা চতুর্থবারের মতো তালিকার শীর্ষে রয়েছেন তিনি। তার মোট সম্পদের পরিমাণ ১৭৭ বিলিয়ন ডলার।

ফোর্বসের চিফ কন্টেন্ট অফিসার ডাল লেন রয়টার্সকে বলেন, পৃথিবীর অতি, অতিধনীরা আরও, আরও বেশি ধনী হয়েছেন।

বেজোসের পর বিশ্বে দ্বিতীয় অবস্থানে ধনী ইলন মাস্ক। টেসলা ও স্পেসএক্সের মালিক হিসেবে তার সম্পদের পরিমাণ ১৫১ বিলিয়ন ডলার। তৃতীয় অবস্থানে রয়েছে ফ্রান্সের ব্যবসায়ী বার্নার্ড আর্নল্ট ও তার পরিবার। মাইক্রোসফট প্রধান বিল গেটস রয়েছেন চতুর্থ অবস্থানে। তার সম্পদ ১২৪ বিলিয়ন ডলার।

পঞ্চম স্থানে ফেসবুকের সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। ষষ্ঠ অবস্থানে যুক্তরাষ্ট্রের ওয়ারেন বাফেট। সপ্তম অবস্থানে ল্যারি এলিসন। অষ্টম স্থানে রয়েছেন গুগলের ল্যারি পেজ রয়েছেন। নবম ও দশম স্থানে যথাক্রমে রয়েছেন যুক্তরাষ্ট্রের সের্গেই ব্রিন ও মুকেশ আম্বানি।

দেশভিত্তিক হিসেবে সবচেয়ে বেশি বিলিয়নিয়ার যুক্তরাষ্ট্রে ৭২৪ জন। তালিকায় এরপরই রয়েছে চীন। দেশটিতে শতকোটি ডলারের মালিক ৬৯৮ জন। ভারতে এ সংখ্যা ১৪০ জন। জার্মানিতে ১৩৬ জন।

বিশ্বে এখন যে ২ হাজার ৭৫৫ জন বিলিয়নিয়ার রয়েছেন তাদের হাতে রয়েছে মোট ১৩.১ ট্রিলিয়ন ডলারের সম্পদ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব