1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
ব্রাজিলকে বিধ্বস্ত করে আর্জেন্টিনার গোলবন্যা - Dainik Deshbani
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ খবর
শাস্তি বাড়ছে ভুয়া মামলার জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ব্যাট-বলের লড়াই চায় বিসিবি আইন পাস করে ইসরায়েলিদের নিষিদ্ধ করল মালদ্বীপ ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক লোহিত সাগরে হেরে গেল যুক্তরাষ্ট্র! নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সভাপতি সাদ্দামের বাড়িতে আগুন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা(NSI-র ) সাবেক ডিজি টিএম জোবায়েরের সীমাহীন দুর্নীতি: নিশ্চুপ দুদক। পাসপোর্ট বাতিল নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অবহেলা সন্দেহজনক রামপুরায় কফি হাউজে তরুণীকে মারধর, ম্যানেজারসহ দু’জন আটক রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ভারতীয় ওষুধ কোম্পানির গুদাম ধ্বংস আ.লীগ নেতাকর্মীদের হামলায় বিএনপির ৬ নেতা আহত

ব্রাজিলকে বিধ্বস্ত করে আর্জেন্টিনার গোলবন্যা

Maharaj Hossain
  • বুধবার, ২৬ মার্চ, ২০২৫

বিশ্বচ্যাম্পিয়নদের দাপটে রীতিমতো লজ্জার হার ব্রাজিলের! আর্জেন্টিনা-ব্রাজিল দ্বৈরথের ইতিহাসে যোগ হলো আরেকটি অবিস্মরণীয় রাত। দক্ষিণ আমেরিকা বিশ্বকাপ বাছাইপর্বের মহারণে ৪-১ গোলে সেলেসাওকে উড়িয়ে দিল স্কালোনির দল।

জুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার ও জুলিয়ানো সিমিওনের দুর্দান্ত গোলের সামনে অসহায় আত্মসমর্পণ ব্রাজিলের। পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে একমাত্র গোলটি করেন মাতেওস কুনহা। মনুমেন্টালের রঙিন রাতেই নিশ্চিত হলো আর্জেন্টিনার ২০২৬ বিশ্বকাপের টিকিট।

মনুমেন্টাল স্টেডিয়ামের উত্তাল গ্যালারির সামনে শুরুতেই আক্রমণাত্মক স্কালোনার দল। ম্যাচের মাত্র ৪ মিনিটেই আর্জেন্টিনা প্রথম আঘাত হানে। থিয়াগো আলমাদার বুদ্ধিদীপ্ত পাস ধরে ডিফেন্ডারদের চাপে থেকেও বল নিয়ে এগিয়ে যান জুলিয়ান আলভারেজ। দুর্দান্ত দক্ষতায় ব্রাজিলের গোলরক্ষক বেন্তোর পায়ের ফাঁক দিয়ে বল জালে পাঠান তিনি। (আর্জেন্টিনা ১-০ ব্রাজিল)

এরপর ১২ মিনিটে অসাধারণ এক টিম গোল! আর্জেন্টিনার ৩৩টি টানা পাসের পর ডানদিক থেকে নাহুয়েল মোলিনার নিখুঁত ক্রস, ফাঁকায় থাকা এনজো ফার্নান্দেজ ডান পায়ের জোরালো শটে ব্রাজিলের জালে বল জড়ান। মনুমেন্টালে তখন উল্লাসের বিস্ফোরণ! (আর্জেন্টিনা ২-০ ব্রাজিল)

২৬ মিনিটটে ব্রাজিল ম্যাচে ফেরার ক্ষীণ আশা জাগায়। ক্রিস্টিয়ান রোমেরোর ভুলের সুযোগ কাজে লাগিয়ে ডি-বক্সে বল ছিনিয়ে নেন মাতেওস কুনহা। সামনে ছিলেন শুধু এমিলিয়ানো মার্টিনেজ, সুযোগ হাতছাড়া করেননি কুনহা। (আর্জেন্টিনা ২-১ ব্রাজিল)

প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আবার আর্জেন্টিনার গোল! এনজো ফার্নান্দেজের ক্রসে সবার আগে ছুঁয়ে বল জালে জড়ান আলেক্সিস ম্যাক অ্যালিস্টার। ব্রাজিলের ডিফেন্ডার ও গোলকিপার নির্বিকার! (আর্জেন্টিনা ৩-১ ব্রাজিল)

বিরতির পরও খেলার গতি কমেনি। ম্যাচের ৭১ মিনিটে আসে শেষ আঘাত। বাঁ দিক থেকে নিকোলাস তাগলিয়াফিকোর ক্রসে ব্রাজিলের রক্ষণভাগের কেউ বাধা দিতে পারেননি। সুযোগ কাজে লাগান বদলি নামা জুলিয়ানো সিমিওনে, দুর্দান্ত শটে বল জড়ান জালে। (আর্জেন্টিনা ৪-১ ব্রাজিল)

এরপরও উত্তেজনা কমেনি। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের তিনটি পরিবর্তনের পরও ম্যাচের গতি পাল্টায়নি। ব্রাজিলের রাফিনিয়া ক্রসবারে শট মেরে হতাশ হন, বেন্তো দুর্দান্ত সেভ করেন লিয়ান্দ্রো পারেদেসের শট। শেষদিকে রদ্রিগো দে পলের শট চলে যায় বার উঁচিয়ে।

এই জয়ের আগেই অবশ্য ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল আর্জেন্টিনা। স্কালোনির দল আবারও প্রমাণ করল, কেন তারা বিশ্ব ফুটবলের শীর্ষে! অন্যদিকে, ব্রাজিলের জন্য এটি এক কঠিন বার্তা—দক্ষিণ আমেরিকান ফুটবলে এখন নিরঙ্কুশ আধিপত্য লা স্কালোনেতার!

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব