1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  3. [email protected] : অনলাইন : Renex অনলাইন
প্রার্থীর মৃত্যুতে ত্রিশালে মেয়র পদে নির্বাচন স্থগিত - Dainik Deshbani
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০১:৫২ পূর্বাহ্ন

প্রার্থীর মৃত্যুতে ত্রিশালে মেয়র পদে নির্বাচন স্থগিত

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৫ জানুয়ারী, ২০২১

ময়মনসিংহের ত্রিশালে ৩০ জানুয়ারি পৌরসভা নির্বাচনে মেয়র পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। মেয়র পদের এক প্রার্থীর মৃত্যু হওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।

ত্রিশাল পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সফিকুল ইসলাম আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রোববার সন্ধ্যায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী এম এস আলম বাবলু ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পেশায় তিনি ব্যবসায়ী ছিলেন। এর আগে তাঁর প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিল নির্বাচন কার্যালয়। বাবলুর মৃত্যুর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার নির্বাচন বিধিমালা ২০১০-এর ২০ বিধি অনুসারে বিজ্ঞপ্তি প্রকাশ করে মেয়র পদের নির্বাচন স্থগিত করা হয়। তবে কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব