আবাসন ব্যবসায়ীদের পত্রিকা যুক্তরাষ্ট্রভিত্তিক ‘টপ এজেন্ট ম্যাগাজিনে’ নাম এসেছে কানাডা-প্রবাসী বাংলাদেশি আবাসন ব্যবসায়ী আশরাফ ইবনে সিদ্দীক রানার।
টরন্টোর অন্যতম টপ এজেন্ট হিসেবে তাকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটির সাম্প্রতিক সংকলন। যুক্তরাষ্ট্র-কানাডাসহ ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দক্ষ পেশাদার এবং শীর্ষ আয়ের এজেন্টদের নিয়ে মাসিক প্রকাশনা বের করে এ আন্তর্জাতিক পত্রিকাটি।
টরন্টোর অন্যতম টপ এজেন্ট হিসেবে তাকে নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ করেছে পত্রিকাটির সাম্প্রতিক সংকলন। যুক্তরাষ্ট্র-কানাডাসহ ইউরোপ, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দক্ষ পেশাদার এবং শীর্ষ আয়ের এজেন্টদের নিয়ে মাসিক প্রকাশনা বের করে এ আন্তর্জাতিক পত্রিকাটি।
প্রাথমিক বাছাই প্রক্রিয়ায় পত্রিকাটি সংশ্লিষ্ট দেশগুলোর শীর্ষ এজেন্টদের সংক্ষিপ্ত তালিকা করে কয়েকজনকে মনোনয়ন করে থাকে। এরপর নেওয়া হয় এজেন্টদের সাক্ষাতকার। পরের ধাপে ব্যবসার সাম্প্রতিক আয়, ব্যবসায়িক দক্ষতা-পেশাদারিত্ব এবং সামাজিক কর্মসূচির মূল্যায়ন করে নির্বাচন করা হয় টপ এজেন্টদের।
আন্তর্জাতিক আবাসন ব্যবসার বাজারে জনপ্রিয় ‘টপ এজেন্ট’ ম্যাগাজিনকে বিবেচনা করা হয় আবাসন ব্যবসায়ীদের সাফল্য পরিমাপের ও প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে।
২০১৬ সালের মে মাস থেকে কানাডার টরন্টোতে বসবাস করছেন প্রবাসী ব্যবসায়ী আশরাফ। টরন্টোতে যুক্তরাষ্ট্রভিত্তিক একটি কোম্পানির স্থানীয় একটি শাখায় ব্যবস্থাপক পদে যোগ দেন। সেখানে কয়েক মাস চাকরি করে লাইসেন্স নিয়ে শুরু করেন নিজস্ব আবাসন ব্যবসা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে ব্যবসা প্রশাসনে এমবিএ করেন আশরাফ। পরে একটি বিজ্ঞাপনী সংস্থায় চাকরি নেন।
ভবিষ্যতে নিজস্ব ব্রোকারেজ খুলে ব্যবসা প্রসারের পাশাপাশি বাংলাদেশি কমিউনিটির সেবায় অবদান রাখতে চান আশরাফ সিদ্দীক রানা।