1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  3. [email protected] : অনলাইন : Renex অনলাইন
দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে - Dainik Deshbani
মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে

Maharaj Hossain
  • সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

জনপ্রিয় মালয়ালম অভিনেতা দিলীপ শংকরের খোঁজ মিলছিল না। আউটডোর শুটিংয়ে গিয়ে লাপাত্তা হয়ে যান তিনি। অবশেষে মিলল তাঁর খোঁজ। তবে জীবিত নয়, মৃত। গতকাল রোববার কেরালার একটি হোটেলের কক্ষ থেকে ৪৫ বছর বয়সী অভিনেতার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পিংকভিলার দুই দিন অভিনেতাকে কক্ষ থেকে বের হতে না দেখে সন্দেহ হয় হোটেলের কর্মীদের। কেউই খতিয়ে দেখার চেষ্টা করেননি বিষয়টি। শেষমেশ দুই দিন পর হোটেলের ঘর থেকেই উদ্ধার করা হয় অভিনেতার দেহ।

দিলীপ শংকর মালয়ালম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে বেশ পরিচিত। জানা গেছে, তিরুবন্তপুরমে একটি ধারাবাহিকের শুটিংয়ের জন্য গিয়েছিলেন তিনি। সেই সিরিয়ালের নির্মাতারা জানিয়েছেন, শুটিংয়ে সাময়িক বিরতি ছিল। তাই দুই দিন আগে শেষবার সেটে এসেছিলেন দিলীপ। আবার সিরিয়ালের শুটিংয়ে যোগ দেওয়ার জন্য তিরুবন্তপুরমেরই একটি হোটেলে থেকে যান, কিন্তু দুই দিন পর তাঁর মৃত্যুর খবর মেলে।

দিলীপ শংকরের সহ অভিনেতারা জানিয়েছেন, কয়েক দিন ধরেই নানা রকম শারীরিক সমস্যায় ভুগছিলেন অভিনেতা। পুলিশ এরই মধ্যে অভিনেতার মৃত্যুরহস্যর বের করতে তদন্তে নেমেছে।

হোটেল কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, ঘর থেকে পচা গন্ধ বের হতেই কর্মীরা তড়িঘড়ি গিয়ে দরজা ভেঙে অভিনেতার দেহ উদ্ধার করেন। ‘আম্মাইয়ারিআত্থে’, ‘পঞ্চগনি’সহ একাধিক জনপ্রিয় মালয়ালম সিরিয়ালে অভিনয় করেছেন দিলীপ শংকর। এদিকে অভিনেতার মৃত্যুর খবরে দক্ষিণি টেলিদুনিয়ায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব