ভারতের তামিলনাড়ুতে একটি আতশবাজি কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত আরও ৩৪ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
গত শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে তামিলনাড়ুর বিরুধুনগর এলাকায় বেসরকারি একটি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় কর্মকর্তা আর কানন এএফপিকে জানিয়েছেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। দুর্ঘটনার সময় কারখানায় ৭৪ জন কর্মকর্তা ও শ্রমিক কাজে নিয়োজিত ছিলেন। এদের মধ্যে ৫৩ জন কারখানায় আটকা পড়েন।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কারখানাটি অবৈধভাবে চলছিল। সেখানে কোনো নিয়মের তোয়াক্কা করা হতো না। দুর্ঘটনার পর থেকে কারখানার মালিক পলাতক রয়েছেন। ঘটনা তদন্তে কাজ করছে কমিটি।
এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিস্ফোরণের ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং নিহত কর্মীদের পরিবারকে দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।