1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
টয়লেটে বাচ্চার জন্ম দিলেন মা, ভেবেছিলেন কিডনির পাথর - Dainik Deshbani
বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ১০:৫১ অপরাহ্ন
সর্বশেষ খবর
আবার নব্য ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে: জি এম কাদের বই বিতরণ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : শিক্ষা উপদেষ্টা টিউলিপকে ব্রিটিশ মন্ত্রিসভার দায়িত্ব থেকে বিরত রাখার চাপ বিরোধীদের ঢাবি শিক্ষার্থীদের বিনামূল্যে টেলিমেডিসিন সেবায় ছাত্রদল নেতার উদ্যোগ দিলীপ শংকরের মরদেহ উদ্ধার করা হয় হোটেল কক্ষ থেকে আওয়ামী লীগকে সরকার বা আদালত নিষিদ্ধ না করেলে নির্বাচনে অংশ নিতে বাধা নেই, প্রধান নির্বাচন কমিশনার আশরাফ-মাহমুদউল্লাহর তাণ্ডবে জয়ে শুরু চ্যাম্পিয়ন বরিশালের দ্রব্যমূল্য কন্ট্রল এ আনার চেষ্টা করা হচ্ছে: প্রধান উপদেষ্টা গোটা পরিবার শেষ হয়ে গেল বিশ্বাসই করতে পারছি না অস্ট্রেলিয়ার স্মরণীয় জয় ভারতের বিপক্ষে

টয়লেটে বাচ্চার জন্ম দিলেন মা, ভেবেছিলেন কিডনির পাথর

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ১০ এপ্রিল, ২০২১

৩৮ বছর বয়সী এক নারী টয়লেটে গিয়ে বাচ্চার জন্ম দিয়েছেন। কিন্তু বাচ্চা জন্ম দেয়ার আগ পর্যন্ত তিনি বুঝতেই পারেননি যে তিনি গর্ভবতী। এমন অবাক করা ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের বোস্টন শহরে। ইউএসএ টুডে জানিয়েছে, ওই নারীর নাম মেলিসা সার্জকফ।

তিনি বলেন, গর্ভবতী হওয়ার অনেক লক্ষণই তার ছিল। কিন্তু টয়লেটে যখন বাচ্চার জন্ম দেন মেলিসা তখন বুঝতেই পারেননি যে তিনি প্রথম সন্তানের জন্ম দিয়েছেন। তিনি ভেবেছিলেন তার পেট থেকে কিডনির পাথর বেরিয়েছে।

মেলিসা বলেন, আমি যে গর্ভবতী ছিলাম তা আমি বুঝতেই পারিনি। তবে ৮ মার্চের সকালে আমার ক্র্যাম্পস অনুভব হয়। আমার পিরিয়ড অনিয়মিত। তাই আমি ভেবেছিলাম পাঁচ মাস পর আবার আমার পিরিয়ড শুরু হবে।

কিন্তু দিন যত গড়িয়েছে ততই ক্র্যাম্পস বাড়ে মেলিসা। এমনকি বাধ্য হয়ে তার মাকেও ফোন মেলিসা যাকে তাকে হাসপাতালে নিয়ে যেতে পারে। মেলিসা বলেন, আমি হাসপাতালে যাওয়ার আগে রেডি হওয়ার জন্য বাথরুমে যাই। তখন রক্ত দেখতে পাই। আমি ভাবলাম যে, ভালোই হলো পিরিয়ড শুরু হচ্ছে।

এরপর তার মাকে আবারও ফোন দেন মেলিসা। তিনি ভালো আছেন বলে জানান তাকে। কিন্তু আবারও যত সময় যেতে থাকে মেলিসার তলপেটের ব্যথা ততই বাড়তে থাকে। পরে প্রকৃতি ডাকে সাড়া দিয়ে টয়লেটে যান মেলিসা। তিনি মনে মনে বলতে থাকেন এটা পিরিয়ড নয় কিডনির পাথর হতে পারে।

কিছুক্ষণ তার পেট থেকে কিছুটা একটা বের হয় বলে অনুভব করেন মেলিসা। কিন্তু তখনও তিনি জানতেন না যে বাচ্চার জন্ম দিয়েছেন মেলিসা। তাই যখন আমি টয়লেটের দিকে তাকাই তখন আমি ভেবেছি যে, এটা একটা অঙ্গ।

একটু পর ওই অঙ্গ দেখতে বাথরুমে ঢোকেন মেলিসার বয়ফ্রেন্ড ডোনাল্ড ক্যাম্পবেল। কিন্তু অবাক হয়ে বুঝতে পারেন সেটা আসলে একটি ছেলে শিশু। তারপর দ্রুত ৯১১ এ ফোন দেন তিনি। হাসপাতালে যাওয়ার পর এই জুটিকে ডাক্তাররা জানায়, তাদের ছেলে লিয়াম সুস্থ আছে।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব