1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
গোল্ড কার্ড কিনলে মিলবে মার্কিন নাগরিকত্ব, দাম জানালেন ট্রাম্প - Dainik Deshbani
বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৫৮ পূর্বাহ্ন

গোল্ড কার্ড কিনলে মিলবে মার্কিন নাগরিকত্ব, দাম জানালেন ট্রাম্প

Maharaj Hossain
  • বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ব্যাপারে কঠোর অবস্থানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দায়িত্ব গ্রহণের পর অভিবাসীদের কোণঠাসা করতে নানা ধরনের পদক্ষেপ নিয়েছেন তিনি। তবুও যুক্তরাষ্ট্রমুখী অভিবাসী স্রোত থামানো যাচ্ছে না। এরই মধ্যে মার্কিন নাগরিকত্ব পাওয়ার নতুন এক পন্থা চালুর প্রস্তাব দিয়েছেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) তিনি নতুন একটি নাগরিকত্ব নীতি ঘোষণা করেছেন। সংশ্লিষ্ট দপ্তর এটি বাস্তবায়নে সম্ভাব্যতা যাচাই করবে এবং দুই সপ্তাহের মধ্যে আরও বিস্তারিত জানাবে। খবর রয়টার্সের।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিদেশি বিনিয়োগকারীদের জন্য ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি ‘গোল্ড কার্ড’ চালু করার ধারণা উত্থাপন করেছেন। এ কার্ড ৫ মিলিয়ন ডলারে কেনা যাবে। পরবর্তীতে আমেরিকান নাগরিকত্বের পথ হিসেবে কার্ডটি ব্যবহার করা যাবে।

ট্রাম্প সাংবাদিকদের বলেন, তিনি ‘ইবি-৫’ অভিবাসী বিনিয়োগকারী ভিসা প্রোগ্রামের পরিবর্তে একটি ‘গোল্ড কার্ড’ চালু করবেন, যা বিদেশী বিনিয়োগকারীদের বিপুল পরিমাণ অর্থ খরচের মাধ্যমে মার্কিন স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ দেবে।

ইবি-৫ প্রোগ্রামটি মার্কিন ব্যবসায় বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া বিদেশীদের ‘গ্রিন কার্ড’ প্রদান করে। ট্রাম্প এর পরিমার্জন করবেন জানিয়ে বলেন, আমরা একটি গোল্ড কার্ড বিক্রি করতে যাচ্ছি। আমরা সেই কার্ডের দাম প্রায় ৫ মিলিয়ন ডলার নির্ধারণ করতে যাচ্ছি। এটি আপনাকে গ্রিন কার্ডের সুবিধা দেবে এবং এটি (আমেরিকান) নাগরিকত্বের পথ তৈরি করবে। ধনী ব্যক্তিরা এই কার্ড কিনে আমাদের দেশে আসবে। এই প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য দুই সপ্তাহের মধ্যে প্রকাশিত হবে।

রাশিয়ান অলিগার্করা গোল্ড কার্ড কেনার সুযোগ পাবেন কিনা এমন প্রশ্নে ট্রাম্প আরও বলেন, হ্যাঁ, সম্ভবত। আমি কিছু রাশিয়ান অলিগার্ককে চিনি যারা খুব ভালো মানুষ।

প্রসঙ্গত, ইউএসসিআইএস ওয়েবসাইট অনুসারে- মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিসেবা দ্বারা পরিচালিত ইবি-৫ অভিবাসী বিনিয়োগকারী প্রোগ্রামটি ১৯৯০ সালে কংগ্রেস দ্বারা অনুমোদিত হয়ে কার্যকর রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের দ্বারা কর্মসংস্থান সৃষ্টি এবং মূলধন বিনিয়োগের মাধ্যমে মার্কিন অর্থনীতিকে উদ্দীপিত করার জন্য এ নীতি চালু করা হয়েছিল।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব