1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
গুরু গোবিন্দ সিং জীউ এর ৩৫৭ তম জন্ম দিবস পালিত হলো।। - Dainik Deshbani
বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ খবর
কক্সবাজারে কাউন্সিলর হত্যা, নারীসহ আরও তিনজন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার ধূমকেতুটি দেখা যাবে এক লাখ ৬০ হাজার বছর পর ঢাবির সলিমুল্লাহ মুসলিম হলে ফের শিক্ষার্থী সংযুক্তির সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর গ্রেপ্তার ২০২৪ সালে হজ্জ পালন করেছে ১ কোটি ৩০ লাখ মানুষ সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনার নির্দেশ প্রধান উপদেষ্টার সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে নির্বাচন কখন হবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নিশি গ্রেফতার চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন ঘটনায় পেশাদার অপরাধীরা তৎপর, উদ্বেগ দেশে ফিরছেন বীর মুক্তিযোদ্ধা ইমরানুল হক ৯ বছর পর

গুরু গোবিন্দ সিং জীউ এর ৩৫৭ তম জন্ম দিবস পালিত হলো।।

নিজস্ব সংবাদদাতা
  • রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
গুরুজীকে সম্মান জানাতে এবং তাহার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে সম্পন্ন করেন। সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, দৈনিক দেশবানী, কলকাতা
গুরুজীকে সম্মান জানাতে এবং তাহার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে সম্পন্ন করেন। সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, দৈনিক দেশবানী, কলকাতা

৭ই জানুয়ারী রবিবার, এক বর্ণাঢ্য শোভা যাত্রার মধ্য দিয়ে, শিখ সম্প্রদায়ের মানুষেরা গুরু গোবিন্দ সিং জিউ এর ৩৫৭ তম জন্ম দিবস পালন করলেন। অগণিত ভক্ত এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এই শোভাযাত্রা যগু বাবুর বাজার গুরুদুয়ারা থেকে শুরু করে রবীন্দ্রসদন , ময়দান , ধর্মতলা হয়ে সেন্ট্রাল  এ্যভিনিউ যান। সমস্ত গুরুদুয়ারার, শিখ সম্প্রদায়ের মানুষেরা, ভবানীপুর এর সামনে জমায়েত হন। এবং সেখান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে গুরুজীকে সম্মান জানাতে এবং তাহার প্রতি শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠান এর মধ্য দিয়ে সম্পন্ন করেন। 

সারা রাস্তা জুড়ে , এবং গুরুজীর আগে আগে, পুরো রাস্তায় জল ছিটিয়ে, ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে করতে মহিলারা এগিয়ে চলেন । এবং ছোট থেকে বড় সবাই ফুল ছড়িয়ে গুরুজিকে এগিয়ে নিয়ে চলেন। সাথে সংগীত ও গুরুজীর জয় ধনী করতে থাকেন, বহু স্কুলের ছেলে মেয়েরা এই শভা যাত্রায় অংশগ্রহণ করেন।

রাস্তায় জলে ছিটিয়ে , ঝাড়ু দিয়ে পরিষ্কার করার দৃশ্য।সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়, 
দৈনিক দেশবানী,
 কলকাতা

রাস্তায় জলে ছিটিয়ে , ঝাড়ু দিয়ে পরিষ্কার করার দৃশ্য।
সংগৃহীত ছবিঃ- সমরেশ রায়,
দৈনিক দেশবানী,
কলকাতা

এই অনুষ্ঠান দেখতে যেমন রাস্তার দু’ধারে অগণিত মানুষ অপেক্ষা করতে থাকেন ,তেমনি সারা রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এবং প্রশাসনিক সহযোগিতা নিয়ে এই গুরুজীর শোভাযাত্রা শান্তিপূর্ণভাবে চলতে থাকে।

পথ চলতি মানুষ অপেক্ষা করতে থাকেন গাড়ির জন্য, কারণ এই বর্ণাঢ্য শোভাযাত্রা এতটাই বড়, মানুষকে আধঘন্টা থেকে চল্লিশ মিনিট অপেক্ষা করতে হয়।, আর একই দিনে দুটি অনুষ্ঠান পড়ায়, সারা রাস্তায় যান জোটের সৃষ্টি হয়েছে।

একদিকে ডি ওয়াই এফ এর সমাবেশ, অন্যদিকে  ব‍র্ণাঢ‍্য শোভাযাত্রা। সকলকেই অস্বস্তিতে ফেলেছে এবং বাস না পাওয়ায় ,মেট্রোতেও প্রচন্ড ভিড় দেখা যায়। এতে কোথাও কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব