1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
গুগলের বিরুদ্ধে কেন মামলার হুমকি দিচ্ছে মেক্সিকো? - Dainik Deshbani
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

গুগলের বিরুদ্ধে কেন মামলার হুমকি দিচ্ছে মেক্সিকো?

Maharaj Hossain
  • শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫

উত্তর আমেরিকা মহাদেশ দ্বারা বেষ্টিত গালফ অব মেক্সিকোর নাম বদলে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আদেশ দিয়েছেন, এখন থেকে এই উপসাগরকে গালফ অব আমেরিকা নামে ডাকতে হবে। এমনকি গুগল ম্যাপেও এটিকে আমেরিকা উপসাগর নামেই দেখাতে বাধ্য করেছেন তিনি। তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত মানতে নারাজ প্রতিবেশী দেশ।

সরাসরি যুক্তরাষ্ট্রের কিছু করতে না পারলেও টেক জায়ান্ট গুগলকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে মেক্সিকো মামলা করতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

মেক্সিকোর মতে, ট্রাম্প পুরো গালফ অব মেক্সিকোর নাম বদলের ইঙ্গিত দেননি। তিনি শুধু যুক্তরাষ্ট্রের পাশে যে অংশটি পড়ে সেই অংশের নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছেন। তবে গুগল ম্যাপ পুরো মেক্সিকো উপসাগরের নামের জায়গায় আমেরিকা উপসাগর নাম দেখাচ্ছে।

অন্যদিকে গুগল বলছে, যুক্তরাষ্ট্রের নথিতে যা উল্লেখ থাকবে তা মানতে নীতিগতভাবে তারা বাধ্য। তবে মেক্সিকোর গুগল ব্যবহারকারীরা পরিবর্তিত এই নাম দেখতে পাবেন না। অ্যাপলও তাদের ম্যাপস অ্যাপে মার্কিন ব্যবহারকারীদের জন্য গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তন করেছে।

গালফ অব মেক্সিকোর এক দিকে যুক্তরাষ্ট্র, এক দিকে মেক্সিকো এবং অন্যদিকে কিউবার অবস্থান। এর নাম নিয়ে বিতর্ক থাকলেও কয়েক শতাব্দী ধরে এটি মেক্সিকো উপসাগর নামেই পরিচিত। এমনকি গুগল ম্যাপেও এটি এই নামেই দেখা যেত। তবে সম্প্রতি ট্রাম্পের চাপাচাপিতে এই নাম পাল্টাতে বাধ্য হয় গুগল।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর উপসাগরের নাম পরিবর্তনসহ মাদক চোরাচালান ও অভিবাসন ইস্যুতে মেক্সিকোকে অনেকটা চেপে ধরেছেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব