1. msuzon.du@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. maharaj.cu@gmail.com : Maharaj Hossain : Maharaj Hossain
  3. rajib.du1415@gmail.com : Rajib Ahmed : Rajib Ahmed
  4. support@renexlimited.com : অনলাইন : Renex অনলাইন
কলকাতা ধর্মতলার রানী রাসমণি রোডে মহাসমাবেশ।। - Dainik Deshbani
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ০৮:০২ অপরাহ্ন

কলকাতা ধর্মতলার রানী রাসমণি রোডে মহাসমাবেশ।।

নিজস্ব সংবাদদাতা
  • বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
ধর্মতলার রানী রাসমণি রোডে মহাসমাবেশ। সংগৃহীত ছবিঃ- কলকাতা শম্পা দাস , দৈনিক দেশবনী
ধর্মতলার রানী রাসমণি রোডে মহাসমাবেশ। সংগৃহীত ছবিঃ- কলকাতা শম্পা দাস , দৈনিক দেশবনী

২৮ শে ডিসেম্বর বৃহস্পতিবার, ঠিক দুপুর বারোটায়, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের উদ্যোগে এবং মতুয়া মাতা, মমতা বালার ডাকে, নিঃশর্ত ভারতীয় নাগরিক প্রদানের দাবীতে এক বিশাল মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। বিভিন্ন জেলা থেকে কয়েক হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছিলেন এই সমাবেশে , ঢোল, কাঁসাবাজিয়ে, এবং বিভিন্ন রাস্তা দিয়ে প্রশাসন করে তারা এই সমাবেশে হাজির হন, । তাদের একটাই দাবী আমরা ভারতীয় নাগরিক, আমরা ভারতীয় নাগরিক হয়ে থাকতে চাই ।  আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ করা হচ্ছে, আমাদের জন্ম এখানে, আমাদের আধার কার্ড এখানের ভোটার কার্ড ও রেশন কার্ড এখানের, তবুও আমরা কেন ভারতীয় নয়, আমরা তার বিচার চাই।

ভারতীয় নাগরিকদের বক্তব্য এত সহজে কেন্দ্র সরকারের আইন মেনে নেব না, আমরা আমাদের অধিকার আদায় করে নেব, আমরা বাইরে থেকে উড়ে এসে বসি নাই। মতুয়া সম্প্রদায়ের মানুষের সাথে এত ঘৃন্য আচরণ কেন ?

ভারতীয় নাগরিকদের দরকার হলে আরো সঙ্ঘবদ্ধ হবো ,দেখব কিভাবে আমাদের নাগরিকত্ব চলে যায়।

কয়েক হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছিলেন এই সমাবেশে ,ঢোল, কাঁসাবাজিয়ে, সংগৃহীত ছবিঃ- কলকাতা শম্পা দাস , দৈনিক দেশবনী

কয়েক হাজার মতুয়া সম্প্রদায়ের মানুষ জড়ো হয়েছিলেন এই সমাবেশে ,ঢোল, কাঁসাবাজিয়ে, সংগৃহীত ছবিঃ- কলকাতা শম্পা দাস , দৈনিক দেশবনী

এই সময় বক্তারা বলেন আমরা দিল্লি অভিযান করতেও দ্বিধা করবো না। যেভাবে কৃষকেরা তাদের দাবী আদায় করে নিয়েছেন, দিল্লিতে অনশন করে, সরকারকে বাধ্য করিয়েছে, আমরাও তাই করতে বাধ্য হব।

দেখি কিভাবে আমাদের আটকাতে পারে সরকার , আর কত মতুয়া সম্প্রদায়ের মানুষের উপর অত্যাচার করতে পারে।

উপস্থিতি মঞ্চে  মতুয়া  মমতা বালেন, যিনি এই মতুয়া সম্প্রদায়ের মানুষের পাশে সব সময় থাকেন মতুয়াদের কথা ভাবেন।

এসময় উপস্থিত ছিলেন গ‍রগ চট্টোপাধ্যায়, পার্থ বিশ্বাস, প্রসেনজিৎ মন্ডল ,নবীন বিশ্বাস, স্বপন বিশ্বাস ,বিরাট চন্দ্র বৈরাগ্য, থেকে শুরু করে সকল নেতৃবৃন্দ ও মতুয়া সম্প্রদায়ের সদস্যবৃন্দরা,

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৫ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব