1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:১১ অপরাহ্ন

কবিতা – আমি জ্বলন্ত অগ্নিশিখা । তানজিলা তানজু

নিজস্ব সংবাদদাতা
  • শনিবার, ২০ জানুয়ারী, ২০২৪
কবি:- তানজিলা তানজু , দৈনিক দেশবানীর, নিয়মিত লিখিকা
কবি:- তানজিলা তানজু , দৈনিক দেশবানীর, নিয়মিত লিখিকা

কবি

তানজিলা তানজু

আমি জ্বলন্ত অগ্নিশিখা 

আমি করতে জানি

বহু ত্যাগ তিতিক্ষা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা।

আমি মরতে জানি, মারতে জানি,

শহীদ হয়ে থাকতে জানি,

তবু চাইনা জীবন ভিক্ষা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা।

আমি লড়তে জানি, গড়তে জানি,

নিতে জানি দুশমনের সাথে টিক্কা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা।

আমি তাড়াতে জানি, হারাতে জানি

দুস্কর পথ আগাতে জানি,

প্রজ্জ্বলিত হতে জানি হয়ে নীহারিকা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা ।

আমি দুর্বল নই, কোনোকিছুতেই

সিংহের মতো গর্জন আমার

নেই সাধ্য আমায় দমাবার ,

ভুলের ছলে কোনোকালে

ভেবোনা পিপীলিকা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা ।

আমি সূর্যের কিরণ, করি নিবারণ

অন্ধকার বিভীষিকা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা শিখা।

আমি রহস্যময় রাত্রি,

আমি নবীন অভিযাত্রী

নই কো অসমাপিকা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা ।

আমি নভোমন্ডলের বজ্রপাত,

আঘাত হানলে করি প্রতিঘাত

রক্ষা করতে জীবিকা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা ।

আমি বিজয়ের ঢ্ল, বর্ষণ করি জল

যেখানে মরিচীকা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা ।

আমি চলমান, নদীর কলতান

আমি পুষ্পের কলিকা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা ।

আমি দুর্বার, করি চুরমার

দোসরের অট্টালিকা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা।

আমি নির্ভীক, জয়ী সৈনিক

আমি অহম্পূর্বিকা,

আমি জ্বলন্ত অগ্নিশিখা ।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব