1. [email protected] : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক
  2. [email protected] : Maharaj Hossain : Maharaj Hossain
  3. [email protected] : Rajib Ahmed : Rajib Ahmed
  4. [email protected] : অনলাইন : Renex অনলাইন
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন

এখন আর গতানুগতিক সিনেমায় কাজ করতে চাই না-পপি

নিজস্ব সংবাদদাতা
  • মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা পপি এখন ভালোবাসার প্রজাপ্রতি নামে একটি সিনেমায় অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। প্রেম, বাস্তবতা ও করোনাকালে ফ্রন্টলাইনের যোদ্ধাদের নিয়ে সিনেমাটির গল্প। ইতোমধ্যে সিনেমাটির বেশিরভাগ শূটিং শেষ হয়েছে। পপি বলেন, বেশ সুন্দর সমসাময়িক গল্পের একটি সিনেমা। এখানে কাজ করে বেশ ভালো লাগছে। এরইমধ্যে শুটিং অনেকখানি শেষ হয়েছে। খুব দ্রুত বাকি কাজ শেষ হবে। নতুন সিনেমা প্রসঙ্গে পপি বলেন, নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছি। তবে এখনই কিছু বলতে চাই না। সব ঠিক হলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

এর বাইরে আরো বেশ কিছু সিনেমার প্রস্তাব রয়েছে। তবে সব সিনেমা করতে চাচ্ছি না। এর আর গতানুগতিক সিনেমায় কাজ করতে চাই না। ভালো গল্প এবং অভিনয়ের সুযোগ রয়েছে এমন কাজ করতে চাই। পপি বলেন, এখন চলচ্চিত্রের অবস্থা ভালো নয়। করোনায় সব কিছুই অস্বাভাবিক হয়ে পড়েছে। সিনেমা হল খুললেও দর্শক সমাগম তেমন হচ্ছে না। কবে সব ঠিক হবে বলা যাচ্ছে না। একটা অনিশ্চিত পরিস্থিতি তৈরি হয়েছে। তারপরও শুটিং হচ্ছে। হলও খোলা হয়েছে। তবে প্রযোজকরা সিনেমা মুক্তি দেয়ার সাহস পাচ্ছেন না। মুক্তি দিলেও প্রত্যাশা পূরণ হবার সম্ভাবনা খুব কম। কারণ, দর্শক করোনার কারণে হলে আসছেন না। দর্শক হলে না এলে সিনেমা মুক্তি দিয়ে লাভ হবে না। করোনা যত তাড়াতাড়ি যাবে, ততই সবার জন্য মঙ্গল। উল্লেখ্য, কয়েক মাস আগে দেশের বাড়ি খুলনা থাকাকালীন করোনায় আক্রান্ত হয়েছিলেন পপি। করোনামুক্ত হয়ে ঢাকায় ফিরেই কাজে ব্যস্ত হয়ে পড়েছেন।

শেয়ার:
আরও পড়ুন...
স্বত্ব © ২০২৪ দৈনিক দেশবানী
ডিজাইন ও উন্নয়নে - রেনেক্স ল্যাব